Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

ভবিষ‌্যৎ  পরিকল্পনা

*. যুব কার্যক্রমের সাফল‌্য গবেষণার মাধ‌্যমে প্রকাশ করা এবং যু্ব বিষয়ক তথ‌্য কর্মপ্রত‌্যাশী যুবসহ দেশের সকল প্রর্যায়ের মানুষের নিকট প্রচারের ব‌্যবস্থা করা ।

*.কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ‌্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণের মাধ‌্যমে এসডিজি লক্ষ‌্যমাত্রা অর্জনের নিমিত্তে স্থানীয় চাহিদা মোতাবেক বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ‌্যমে দক্ষমানবসম্পদ তৈরি করা,বেকারত্ব ও দারিদ্র‌্য হ্রাস করা,একক/যৌথ উদ‌্যোগের মাধ‌্যমে আয় বর্ধনমূলক কাজে পরিবারের অন‌্যান‌্য সদস‌্যদের  সম্পৃক্ত করা এবং যুবদের জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা।

*. শেখ জামাল  উপজেলা যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্রের মাধ‌্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তরুণ কর্মসংস্থান কেন্দ্র  হিসেবে গড়ে তোলা এবং তরুণদের সুস্থ বিনোদনের ব‌্যবস্থা করা।

*. বিশ্ব অর্থনৈতিক মন্দায় কর্মহীন যুবদের শহরমূখি প্রবনতা রোধ করে নিজ নিজ গ্রামে স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক চাহিদাভিত্তিক বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ‌্যমে  গ্রাম পর্যায়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃস্টি করা।

*.কর্মপ্রত‌্যাশী যুবদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ‌্যমে আউটসোসিং এর উপযোগী গড়ে তোলে স্বনির্ভরতা ও বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়তা করা।