বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে, বসবাসরত জনসমাজের এক-তৃতীয়াংশই যুবগোষ্ঠী এবং প্রবীণদের তুলনায় তাদের ব্যাপক প্রাণবন্ত উপস্থিতি ও পদচারণা দেশের সর্বত্রই মুখরিত। অন্যদিকে জাতির এ বর্তমান ও ভবিষ্যৎ, অফুরন্ত প্রাণশক্তির আধার ও আত্মপ্রত্যয়ী যুবগোষ্ঠীকে সুসংগঠিত ও সুসংহত করে রাষ্ট্রের আর্থ-সামাজিক বৃহত্তর উন্নয়নের স্বার্থে উৎপাদনশীল শক্তিতে সক্রিয় ও সার্থকভাবে রূপান্তরিত করাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহজাত ও সাংবিধানিক প্রত্যয় ও নিরন্তর প্রয়াস। আর এ অব্যাহত প্রচেষ্টার বাস্তব পরিস্ফুটন ও প্রতিফলন হলো ১৯৭৮ সালে যুব মন্ত্রণালয়ের অভ্যূদয়। পরবর্তীতে তাকে আরো জননন্দিত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পুন:নামকরণ করা হয়। মাঠ পর্যায়ে যুব কার্যক্রমের ব্যাপক প্রসারকল্পে ১৯৮১ সালে সৃষ্টি হয় যুব উন্নয়ন অধিদপ্তর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS