প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সেবা (আবাসিক/অনাবাসিক)
ক্রমি নং | সেবার বিবরণ | প্রাপ্য সুবিধাদি | গ্রাহক বা ভোক্তার বিবরণ | সেবা প্রাপ্তির শর্ত | সেবা প্রদানকারী সংস্থা/প্রতিষ্ঠান | সেবা প্রাপ্তির পদ্ধতি | প্রার্থিত সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
১ | কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্স। অনাবাসিক প্রশিক্ষণ। মেয়াদ: ৬ মাস। জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেশন। | প্রশিক্ষণের সুবিধা ও আত্মকর্মসংস্থানের সুযোগ | বেকার যুবক ও যুবমহিলা | ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস। ভর্তি ফি ১,০০০/ টাকা দিতে হবে। জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে নির্ধারিত তারিখে ভর্তি হতে হবে। | উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর। | ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। | ৭-১০ দিন
|
২ | ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং প্রশিক্ষণ কোর্স। অনাবাসিক প্রশিক্ষণ। মেয়াদ: ৬ মাস। জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেশন। | ’’ | ’’ | ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণি পাস। ভর্তি ফি ৩০০/ টাকা দিতে হবে। জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে নির্ধারিত তারিখে ভর্তি হতে হবে। | ’’ | ’’ | ৭-১০ দিন
|
৩ | রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণ কোর্স। অনাবাসিক প্রশিক্ষণ। মেয়াদ: ৬ মাস। জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেশন। | ’’ | ’’ | ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। ভর্তি ফি ৩০০/ টাকা দিতে হবে। জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে নির্ধারিত তারিখে ভর্তি হতে হবে। | ’’ | ’’ | ৭-১০ দিন
|
৪ | ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্স। অনাবাসিক প্রশিক্ষণ। মেয়াদ: ৬ মাস। জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেশন। | ’’ | ’’ | ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। ভর্তি ফি ৩০০/ টাকা দিতে হবে। জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে নির্ধারিত তারিখে ভর্তি হতে হবে। | ’’ | ’’ | ৭-১০ দিন
|
৫ | পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্স। অনাবাসিক প্রশিক্ষণ। মেয়াদ: বছরে ১ম পর্বে ৩ মাস, ২য় পর্বে ৩ মাস এবং শেষ পর্বে ৬ মাস। | ’’ | ’’ | ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৮ম শ্রেণি পাস। ভর্তি ফি ৫০/ টাকা দিতে হবে। জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে নির্ধারিত তারিখে ভর্তি হতে হবে। | ’’ | ’’ | ৭-১০ দিন
|
৬ | মৎস্যচাষ প্রশিক্ষণ কোর্স। মেয়াদ: ১ মাস। | প্রশিক্ষণের সুবিধা ও আত্মকর্মসংস্থানের সুযোগ | বেকার যুবক ও যুবমহিলা | ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৮ম শ্রেণি পাস। ভর্তি ফি ৫০/ টাকা দিতে হবে। নির্ধারিত তারিখে ভর্তি হতে হবে। | উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর। | ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কর্তৃপক্ষবরাবরে আবেদন করতে হবে। ভর্তি মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। | ৭-১০ দিন
|
৭ | গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও তাদের প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স। আবাসিক প্রশিক্ষণ। মেয়াদ: ২ মাস ১৫ দিন। | প্রশিক্ষণের সুবিধা ও আত্মকর্মসংস্থানের সুযোগ | বেকার যুবক ও যুবমহিলা | ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৮ম শ্রেণি পাস। ভর্তি ফি ১০০/ টাকা দিতে হবে। নির্ধারিত তারিখে ভর্তি হতে হবে। | যুব প্রশিক্ষণ কেন্দ্র, সুলতানপুর। | ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। | ৭-১০ দিন
|
ভ্রাম্যমাণ/অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সেবা (অনাবাসিক)
ক্রমি নং | সেবার বিবরণ | প্রাপ্য সুবিধাদি | গ্রাহক বা ভোক্তার বিবরণ | সেবা প্রাপ্তির শর্ত | সেবা প্রদানকারী সংস্থা/প্রতিষ্ঠান | সেবা প্রাপ্তির পদ্ধতি | প্রার্থিত সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
১ | পারিবারিক হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স। ভ্রাম্যমাণ প্রশিক্ষণ। মেয়াদ: ৭-১৫দিন।
| প্রশিক্ষণের সুবিধা ও আত্মকর্মসংস্থানের সুযোগ | বেকার যুবক ও যুবমহিলা | ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৫ম শ্রেণি পাস। ভর্তি ফি প্রযোজ্য নয়। স্থানীয় চাহিদা অনুযায়ী উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ পরিচালিত হবে। | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। | মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। | ৭-১০ দিন
|
২ | গরম্ন মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্স | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
৩ | ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
৪ | দুগ্ধবতী গাভীপালন প্রশিক্ষণ কোর্স। | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
৫ | মৎস্যচাষ প্রশিক্ষণ কোর্স | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
৬ | বসত-বাড়িতে সবজি চাষ প্রশিক্ষণ কোর্স। | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
৭ | নার্সারি ও বনায়ন প্রশিক্ষণ কোর্স। | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
৮ | পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্স | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
৯ | বস্নক-বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ কোর্স। | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১০ | মোমবাতি তৈরি প্রশিক্ষণ কোর্স। | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১১ | ফুল চাষ প্রশিক্ষণ কোর্স। | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১২ | বাঁশ ও বেতের কাজ | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১৩ | ফলের (লেবু, কলা, পেঁপে ইত্যাদি) চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স। | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১৪ | গাছের কলম তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্স | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১৫ | বাটিক প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১৬ | মাছের খাদ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্স | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১৭ | মৌমাছি চাষ | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১৮ | চাটনি ও আচার তৈরি | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
১৯ | মাশরম্নম চাষ | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
২০ | স্ট্রবেরি চাষ | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
২১ | চুলকাটা | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
২২ | রিক্সা, সাইকেল, ভ্যান মেরামত বা সনাতনী ÿুদ্র ব্যবসা | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
২৩ | নকশি কাঁথা বিষয়ক প্রশিক্ষণ কোর্স। | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
২৪ | ওয়েল্ডিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
২৫ | স্ক্রীন প্রিন্টিং | ’’ | ’’ | ’’ | ’’ | ’’ | ৭-১০ দিন |
যুবঋণ সেবা কার্যক্রম
যুব উন্নয়ন অধিদপ্তর দুই ধরণের ঋণ সেবা প্রদান করে থাকে: (১) আত্মকর্মসংস্থানমূলক ঋণ (একক ঋণ)। এ ঋণ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য নিজস্ব বিনিয়োগের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ প্রদান করে প্রকল্প স্থাপনে সহায়তা করে থাকে। এ কর্মসূচি দেশের সকল উপজেলা এবং মেট্ট্রো থানায় পরিচালিত হচ্ছে। (২) পরিবারভিত্তিক ঋণ (গ্রম্নপ ঋণ)। তৃণমুল পর্যায়ের বেকার দরিদ্র জনগোষ্ঠিকে সনাতনী পেশা বা ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিতকরণের দ্বারা আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাস করার লক্ষে একই পরিবারের ৫ জন সদস্য/নিকট আত্মীয়/প্রতিবেশি নিয়ে দল এবং ৫-১০টি দল নিয়ে একটি কেন্দ্র গঠন করে ঋণ প্রদান করা হয়।এ কর্মসূচি নির্ধারিত ৮২টি উপজেলায় পরিচালিত হচ্ছে। তবে এ ঋণ কর্মসূচি ধীরে ধীরে দেশের সকল উপজেলায় সম্প্রসারিত হবে।
ক্রমি নং | সেবার বিবরণ | প্রাপ্য সুবিধাদি | গ্রাহক বা ভোক্তার বিবরণ | সেবা প্রাপ্তির শর্ত | সেবা প্রদানকারী | সেবা প্রাপ্তির পদ্ধতি | প্রার্থিত সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
১ | আত্মকর্মসংস্থান ঋণ (একক ঋণ)। | •আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প সৃজনের লক্ষে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে দফাভিত্তিক ৫০,০০০/- ৬৫,০০০/- ও ৭৫,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়। আর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে দফাভিত্তিক ২৫,০০০/- ৩৫,০০০/- ও ৪০,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়। •প্রকল্পের ধরণের ওপর নির্ভর করে ১-৩ মাস গ্রেস পিরিয়ড প্রদানের সুযোগ রয়েছে।
| ১৮-৩৫ বছরের বেকার যুব যারা যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে কোনো ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। | •প্রশিক্ষণ গ্রহণের ৩ বছরের মধ্যে প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণপূর্বক সেবা প্রাপ্তির লক্ষে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।
•ঋণ আবেদনকারীর পক্ষে নিশ্চয়তাকারীর জমির মুল দলিল/দলিলের সার্টিফাইট কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা রাখতে হবে। | উপজেলা/ ইউনিট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ক্রেডিট সুপারভাইজার। | ঋণগ্রহীতা প্রকল্প বাসত্মবায়নের জন্য সাদা কাগজে স্ব-স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবরে ঋণের আবেদন করবেন। নির্বাচিত আবেদনকারীকে ঋণ পাওয়ার জন্য ১০/-টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম ক্রয়পূর্বক জমা প্রদান করতে হয়। ঋণ মঞ্জুরের পর আবেদনকারী ও জামিনদার ১৫০/-টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করবে। | ১ মাস। |
২ | পরিবারভিত্তিক ঋণ | •গ্রম্নপের প্রতিজন সদস্য ১ম দফায় ৮,০০০/- এবং সফলতার ভিত্তিতে পরবর্তী আরও ৪ দফা পর্যমত্ম (মোট ৫ দফা)১০,০০০/-, ১২,০০০/- ১৪,০০০/- ও ১৬,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়। •ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন হয় না। •২ সপ্তাহ গ্রেস পিরিয়ড প্রদান করা হয়। | ১৮-৪৫ বছরের বেকার দরিদ্র পুরম্নষ/মহিলা গ্রম্নপ ও কেন্দ্র গঠনের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারেন। | •গ্রম্নপ সদস্য যে পরিবারের সদস্য হবেন সে পরিবারের স্থাবর/অস্থাবর সম্পত্তির মোট মূল্য ২ লক্ষ টাকার কম এবং বার্ষিক মোট আয় ২৫,০০০/- টাকার কম এবং আবাদযোগ্য জমির পরিমাণ ১ একরের কম হবে। •এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। | উপজেলা/ ইউনিট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ক্রেডিট সুপারভাইজার। | নির্ধারিত উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তার কর্ম এলাকায় প্রতি বছর কোথায় কতটি কেন্দ্র তৈরি করবেন তা নির্ধারণ হওয়ার পর সংশিস্নষ্ট সি,এস সে গ্রামে গমন করে পারিবারিক জরিপের ভিত্তিতে সদস্য যাচাই করে গ্রম্নপ ও কেন্দ্র গঠন করে থাকেন। | ১ম দফার ক্ষেত্রে ১ মাস এবং অন্যান্য দফার ক্ষেত্রে ২০ দিন। |
অন্যান্য সেবা কার্যক্রম
ক্রমি নং | সেবার বিবরণ | প্রাপ্য সুবিধাদি | গ্রাহক বা ভোক্তার বিবরণ | সেবা প্রাপ্তির শর্ত | সেবা প্রদানকারী | সেবা প্রাপ্তির পদ্ধতি | প্রার্থিত সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
১ | জাতীয় যুব পুরস্কার প্রদান কার্যক্রম। | •প্রতি বছর জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যুবদের আত্মকর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বিভাগ থেকে ১ জন যুবক/যুবমহিলাকে ১টি করে ৮টি পুরস্কার, নারী ও উপজাতি কোটায় ১টি করে ২টি এবং মেধাভিত্তিতে সারাদেশ থেকে ৩ জন সর্বমোট ১৩টি আত্মকর্মসংস্থান ক্যাটাগরির আওতায় যুব পুরস্কার প্রদান করা হয়।
• আবার যুব সংগঠন পরিচালনায়ও গোষ্ঠি উন্নয়নে অবদান রাখার জন্য সারাদেশ হতে ২ জন যুবক ও ১ জন যুবমহিলাকে অর্থাৎ মোট ৩ জনকে শ্রেষ্ঠ যুবসংগঠন/ সংগঠক ক্যাটাগরির আওতায় জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। | যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রকল্পধারী সফল আত্মকর্মী ও যুবসংগঠন পরিচালনায় শ্রেষ্ঠ যুবসংগঠক | • যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে হবে।
•প্রশিক্ষণ গ্রহণের পর আত্মকর্মীর গৃহীত প্রকল্পের মেয়াদ কমপক্ষে ৩ বছর হতে হবে এবং প্রকল্পের মাসিক আয় ৩৫,০০০/-টাকা থেকে ১,০০০০০/-টাকা বা তদূর্ধ হতে হবে। অন্যান্য যুব কার্যক্রমের দৃষ্টামত্ম থাকতে হবে।
•সংগঠক হিসেবে বা যুবসংগঠন পরিচালনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। •সর্বশেষ বছরের অডিট রিপোর্ট থাকতে হবে। | যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় | ≠জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি পাওয়ার পর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় হতে/ওয়েব সাইট হতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
≠ কার্যবিবরণীসহজেলা কমিটির সুপারিশ থাকতে হবে।
≠ কেন্দ্রিয় কমিটির মনোনয়ন ।
| প্রতি বছরের জুলাই থেকে ১ নভেম্বর। |
২ | যুব কল্যাণ তহবিলের অনুদান কার্যক্রম। | যুব সংগঠনের প্রকল্পের প্রকৃতি ও অবদান বিবেচনা করে ২০,০০০/- টাকা থেকে ২৫,০০০/-টাকা অনুদান প্রদান করা হয়। | যে সব যুব সংগঠন আত্মকর্মসংস্থানে ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে এবং সরকারি সংস্থা কর্তৃক নিবন্ধন রয়েছে। | •সরকারি সংস্থা কর্তৃক নিবন্ধন থাকতে হবে। • যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকাভুক্ত হতে হবে। • যুবমহিলা যুবসংগঠনকে অগ্রাধিকার দেয়া হয়। • প্রসত্মাবিত প্রকল্প বাসত্মবায়নের জন্য মোট ব্যয়ের ১০% অর্থ নিজ তহবিল থেকে বহন করতে হবে। •সর্বশেষ বছরের অডিট রিপোর্ট থাকতে হবে। | যুব উন্নয়ন অধিদপ্তর,
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় | • নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণপূর্বক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। • উপজেলা কমিটির সভাপতির স্বাক্ষরে কার্যবিবরণী এবং আবেদন ফরমে সভাপতির সুপারিশ, যুব উন্নয়ন কর্মকর্তার সুপারিশ ও পরিদর্শন প্রতিবেদন, জেলার উপপরিচালকের সুপারিশ থাকতে হবে। তবে মেট্টোপলিটন এলাকার ক্ষেত্রে এডিসি (সার্বিক) এর সুপারিশ/মতামত থাকতে হবে। ≠উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর প্রার্থীর পূরণকৃত আবেদন ও প্রকল্পের প্রোফাইল ফরওয়াডিংর্সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।
| যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চূড়ামত্ম মনোনয়নের পর জেলা কার্যালয়ের মাধ্যমে বছরে নির্ধারিত সময় ও তারিখে মন্ত্রণালয়ের অনুষ্ঠান থেকে মনোনীত সংগঠনকে অনুদানের চেক প্রদান করা হয়। |
৩ | যুব উন্নয়ন অধিদপ্তরের অনুন্নয়ন খাতের অনুদান কার্যক্রম। | যে সব যুব সংগঠন যুবদের কল্যাণে বাসত্মবমুখী কাজ করছে কিংবা যুবসমাজ তা থেকে সত্যিকার অর্থে উপকৃত হচ্ছে এমন যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তরের অনুন্নয়ন খাত থেকে ১০,০০০/-টাকা করে অনুদান প্রদান করা হয়। | দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিবেদিত এবং সরকারি সংস্থা কর্তৃক নিবন্ধন রয়েছে এমন যুব সংগঠন। | •প্রকল্পের মেয়াদ কমপক্ষে ২ বছর হতে হবে।
•সরকারি সংস্থা থেকে নিবন্ধন থাকতে হবে।
•যে কার্যক্রমের জন্য অর্থ ব্যয় হবে তার সম্ভাব্য আয়-ব্যয়ের বিবরণ দেখাতে হবে। | উপপরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। | •নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
•জেলা কমিটির সুপারিশ থাকতে হবে।
•জেলার উপপরিচালক কর্তৃক আবেদনসমূহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রেরণ,
•কেন্দ্রিয় কমিটির মনোনয়ন। | প্রতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে।
|
৪ | যুব সংগঠন তালিকাভুক্তকরণ কার্যক্রম/নিবন্ধন। এটি যুব উন্নয়ন অধিদপ্তরের একটি নিয়মিত কাজ। | বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহ এর ফলে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনুদান পেয়ে থাকে। তাদেরকে বিভিন্ন যুবকার্যক্রমে সম্পৃক্ত করা হয়। | বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। | •প্রত্যেক আবেদনকররী বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠন নির্ধারিত ফরমে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশিস্নষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রবাবর আবেদন করবেন।
•আবেদনপত্রের সাথে সংগঠনের গঠনতন্ত্র ও এর অনুমোদনকারী সভার কার্যবিবরণী এবং কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্যবিবরণীর ৩ কপি করে সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। | জেলা কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। | • নির্ধারিত ফরমে আবেদন। | অফিস চলাকালীন যেকোনো সময়। |
৫ | কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রামের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যায় কর্তৃক যৌথ উদ্যোগে যুব কার্যক্রমের ওপর ১৮ মাস মেয়াদি সণাতকোত্তর ডিপেস্নামা ডিগ্রি DYDWকোর্স পরিচালনা সংক্রামত্ম কার্যক্রম। | সমাজ ও গোষ্ঠি উন্নয়নে যুবসমাজের সাথে সহজে ও সুন্দরভাবে কাজ করতে সহায়তা করে। যুবগোষ্ঠিকে নেতৃত্বদানে সুবিধা হয়। এ কোর্সটি- Diploma in Youth Development Work (DYDW)যুব কার্যক্রমে যুবদের মননশীলতা তৈরি করে, দায়িত্ববোধ জাগ্রত করে এবং দক্ষতা নিয়ে কাজ করতে শক্তি জোগায়। | ডিপেস্নামা ডিগ্রি নিতে আগ্রহী ১৮-৩৫ বছরের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। • উক্ত ডিপেস্নামা কোর্সে ভর্তিইচ্ছু যুব উন্নযন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। | •প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। | •যুব উন্নয়ন অধিদপ্তর
•বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়
•কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম, এশিয়া সেন্টার | • আবেদনপত্র উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব রম্নরাল ডেভেলপমেন্ট এন্ড এগ্রিকালচার ফ্যাকালটির আওতায় সংগ্রহ করে নির্ধারিত সময়ে পূরণ করে জমা দেয়া। •ঢাকা কলেজের উত্তর পাশে আরআরসি নামে বাউবির একটি ভবন রয়েছে যা আবেদনপত্র সরবরাহসহ সংশিস্নষ্ট বই ও উপকরণ দিয়ে থাকে। | নির্ধারিত ১৮ মাস পরপর নির্দিষ্ট সময়ে। |
৬ | যুব উন্নয়ন অধিদপ্তর কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম ও সার্ক ইয়ুথ প্রোগ্রাম ছাড়াও আমত্মর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার (ইউএনএফ, ইউএনডিপি, আইএলও, জাইকা, আমেরিকান পিসকোর ইত্যাদি) সাথে বিভিন্ন যুব বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য সম্পর্ক স্থাপন কার্যক্রম। | যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির সফল বাসত্মবায়নে সুবিধা। ‘‘সিওয়াইপিটেক অন হুইল প্রেজেক্ট’’টি এ ক্ষেত্রে যুবসমাজের অবদান রেখেছে। এটি উপজেলা পর্যায়ে গ্রামের দরিদ্র যুবদের ভ্রাম্যমাণ আইসিটি ভ্যানের মাধ্যমে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে ১ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করে। | যুবসমাজ | •যোগাযোগ ও প্রকল্প গ্রহণ।
•সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন। | • যুব উন্নয়ন অধিদপ্তর
• বিভিন্ন আমত্মর্জাতিক সংস্থা
| •যোগাযোগ ও প্রকল্প গ্রহণ।
•সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন। | এ বিষয়ে প্রকল্প গ্রহণের মেয়াদ। |
৭ | যুব কার্যক্রমের ওপর গবেষণা ও প্রকাশনা | যুব কার্যক্রম নতুন মাত্রা লাভ করে ও যুগোপযোগী হয়। | • যুবসমাজ | - | •যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়
•শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, সাভার | • গবেষণাধর্মী বই সংগ্রহ করা। • প্রকাশনা শাখা হতে প্রকাশিত যুববার্তা সংগ্রহ করা। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর জেলা ও উপজেলা কার্যালয়ের মাধ্যমে তা পৌঁছে দেয়া হয়। | ত্রৈমাসিক যুববার্তা । তিনমাস পরপর প্রকাশিত হয়। |