Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Youth Training & Youth Loan functions all are activation
Details

উপপরিচালকের কার্যালয়াধীন ০৬ টি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ চলমান। ০১ টি আবাসিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ  ০৩ মাস মেয়াদ অন্তর ব্রাহ্মণবাড়িয়া যু্ব প্রশিক্ষণ কেন্দ্র সুলতানপুর, সদর, ব্রাহ্মণবাড়িয়া  পরিচালিত হচ্ছে। অন্যদিকে জেলাধীন ০৯টি উপজেলায় উপজেলা যুব  উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ০৭/১৪/২১ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষণ কার্যক্রম অভ্যাহত রয়েছে। উল্লেখ্য যে, প্রত্যেক প্রশিক্ষণের বিপরীতে আগ্রহী  যুবদেরকে প্রাথমিকভাবে প্রকল্প গ্রহণ স্বাপেক্ষে নিজ উপজেলা ভিত্তিক ৪০,০০০/= টাকা হতে ১,০০০০০/- টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে। এছাড়াও বৃহৎ প্রকল্প গ্রহণের ভিত্তিতে কর্মসংস্থান ব্যাংক, জনতা ব্যাংকের মাধ্যমেও বড় ধরনের যুব ঋণ প্রদান করা হয়ে থাকে।

(মোঃ আমির আলী)

উপপরিচালক

Images
Attachments
Publish Date
19/04/2021
Archieve Date
30/12/2021